অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সম্প্রতি সেখানে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। এবারের রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ দুটি সিনেমা।
২০২০-২১ সালে সরকারি অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমাটি গ্রামবাংলার আবহে নির্মিত হয়েছে। যেখানে দেখানো হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। এসময়ের আলোচিত নায়িকা পূজা চেরীকে দেখা যাবে শাকিবের বিপরীতে। ‘গলুই’ নির্মাণ করেছেন এস এ হক অলিক।’
এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
এদিকে ‘বিদ্রোহী’ সিনেমা নিয়ে পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমার দুই বছর চেষ্টা করেছি সিনেমাটি মুক্তি দিতে। করোনার কারণে পারিনি। এবার ঈদে মুক্তি দিতে চাই। সেভাবে কাজ চলছে। আশা করছি ‘বিদ্রোহী’ দেখতে দর্শক হলে আসবে।’
‘বিদ্রোহী’ শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত চিত্রনায়িকা মৃদুলা।